ধিক, শত ধিক হে বঙ্গ,
মৃত্যু খেলায় মেতেছে বাংলা
এরাই কি ত্বদ সঙ্গ?
নিস্তেজ সব অঙ্গ।
ক্ষমতার পদাঘাতে
হানিছে যারা বাণ,
এরাই কি স্বাধীন রাষ্ট্র
   বাংলার   প্রাণ?
দেশের কথা চিন্তা করে
দেয় যারা অঞ্জলি,
বিদ্বেষীদের পদাঘাতে
টুকরো তাদের খুলি।
দেশ নিয়ে মিথ্যা বলে
করে যারা অপরাধ,
হচ্ছে তারাই সম্মানিত
"করে না তো প্রতিবাদ।
কিন্তু যারা দেশের প্রাণ
রত্ন এই দেশের,
বারংবার পদাঘাতে
পিষে মারে তাদের।
তনু গেল,নুসরাত গেল
গুজবেও গেল প্রাণ,
আজও গেল ফাহাদ চলে
চুপ কেন সন্তান?
আর কতকাল থাকবি চুপ
বলনা আওয়াজ তুলে,
অপরাধীর এ বঙ্গ নয়
গেছিস এটা ভুলে?
মাথা উচিয়ে প্রতিবাদ কর
জাগ্রত কর প্রাণ,
"অপরাধীদের বিচার চাই"
  বাংলার সন্তান।


********* ধন্যবাদ***********