সরল মনের বাদশা আমি
নেই রাজ্য ভার,
সভা পরিষদ নেই আমার
নই আমি জমিদার।
মনঃরাজ্যে ছিলেম একা
হৃদ্য ছিলোনা মোর,
নিস্তব্দ এই ঋজু মনে
ওঠে নিকো তাই ভোর।
চলতে চলতে যখন পেরুলো
অজানার বহু বছর,
তখন সখ্য আমার মনে
উঠালো রবির ভোর।
আপন করে নিলাম তাকে
এই একাকীর মনে,
সকল বিপদ করবো জয়
পণ করি তার সনে।
তখনই মনে নব যৌবনা
প্রেম হাসি দিল ডাক,
এই ঋজু মনে উঠল বেজে
চতুর প্রেমের ঢাক।
আমার মিতালি জানে সব কথা
সেই নব মোর প্রেম,
চতুর সখ্য ঋজু মন পেয়ে
দেখালো ধূর্তের গেম।
আমার প্রিয়া স্বার্থের টানে
করলো আমায় পর,
দোস্তি আমার সাথে সাথেই
হয়ে গেল তার বর!
বিয়ের কথা শুনে আমি
দেখতে গেলাম তাকে,
জানিনা আমি, কোথায় বিয়ে
চিনিনা তার বরকে।
খুঁজবার পথে বুকের পাজরে
আঘাত হানিল তীর,
মরণের ব্যাথায় কাঁদে মোর প্রাণ
আর্তনাদে অস্থির।
পাশ ফিরে যখন আমি
দেখি সখ্যের মুখ,
মৃত্যু ব্যাথা হারিয়ে তখন
মিলিত হলো দুখ।
তীরের ব্যাথায় ঋজু মনে
আসেনি কোনো দুখ,
আসলো বেদনা দেখে তার
প্রিয় চেনা সেই মুখ।
আপন ভেবে যাদের অরিদ
ভাবতো জগদ্বার,
শেষ নিশ্বাসে দেখলো অরিদ
তারাই তার শ্রেষ্ঠ পর।।


------------------
সব কিছুই কল্পনা করা।
শিক্ষা:আপন মানুষেরা ব্যাথা দিলে সে ব্যাথা মৃত্যু ব্যাথা থেকেও বেশি বেদনাদায়ক।