সোনার খোকন মানিক আমার,


যায় ঘুম যা।


ঘুমের মাঝে স্বপ্নে তুমি,


হবে এক রাজা।



রাঙ্গা ঘোড়া চড়ে তুমি,


ঘুরতে যাবে বনে।


সেথায় তোমার দেখা হবে,


রঙ্গিন টিয়ার সনে।



ময়ুরগুলো পেখম মেলে,


খেল দেখাবে তোমায়।


দেখলে সেথায় কি কি তুমি?


এসে বলো আমায়।



বনের রাজা সিংহ মামা,


দিবে কত কিছু।


হরেক রং এর প্রজাপতি,


ছুটবে পিছু পিছু।



বানরগুলো এডাল-ওডাল,


নেচে ভরাবে মন।


খুশি মনে খোকন তুমি,


প্রাসাদে ফিরো তখন।