দু হাজার চারে সেই জন্মে ছিলে তুমি।


সারা বিশ্বে ছড়িয়েছ পরিচিত জন।।


যতই থাকুক দুরে হয়েছে আপন।


এযেন এক জগৎ সমাবেশ ভূমি।।



পছন্দ দেয় অনেকে মন্তব্যে ভরায়।


খোঁচা মারে পরস্পর আখরার পর।।


সম্পর্কটা ফুটে তুলে কনে নাকি বর।


তুলে নিজস্বি খুবই তোমাতে ছড়ায়।।



যুবাগণ সারাদিন অঙ্গুলি চাপনে।


ফেলে পড়া কাজ ত্বরা করে খোশগল্প।।


বছর শেষে সনদে সংখ্যায় অল্প।


দুনিয়া আজ কাঁপছে পুস্তিকা ব্যাপনে।।



কেমন একটা গ্রন্থ নেই কোন টীকা।


মুখে মুখে নাম তার আজব পুস্তিকা।।