নব্য এক ব্যাধি ভাই সবখানে দেখি।


আছে যাদের সচল ফোন ছবি তোলা।।


গেলে কোথাও উঠতে নিজস্বি কী ভোলা!


প্রশান্তিতে যায় ভরে হিয়া সুখ পাখি।।



কেউবা দেখি পুকুরে স্নান কালে ব্যাস্ত।


পড়ে অন্তর্বাস ছবি ছোড়ে পুস্তিকায়।।


ভুলেছে জ্ঞান আপন উন্মাদ যে তায়।


শৌচাগারে বসা ফটো তুলে দিতে ন্যস্ত।।



মগডালে উঠে গিয়ে খিচবে নিজস্বি।


পড়ে ধরাস প্রাণটা হয় কুপোকাত।।


বাঘ নিজস্বিতে যায় চলে তব হাত।


নৌভ্রমণের শখে যে সলিল বাসি।।



করি জোর অনুরোধ হয়ে যাও ঠিক।


তুলো নিজস্বি দেখিয়া সেই চারিদিক।।