আামি তাহার প্রতিক্ষায়
         বসিয়া থাকি
অন্তরে বাঁধিয়া জ্বালা।
       বলিবো প্রেয়সি,
আসিবে যেদিন
যা আছে আজো না বলা।


কতো নিশি কাটি
   জাগিয়া জাগিয়া
চোখেতে বাঁধিয়া জল
        আর কত রজনী কাটালে প্রেয়সী
কাছে পাবো তোরে বল?


আমি তাহার অপেক্ষায়
     আাজো বসে থাকি
ছোট্টো গাছটির পারে,
বলিবে প্রেয়সী,
গাছটি সেদিন
সাক্ষী দিবে তোরে..


কত শত পথ হেটেছি দুজন
হাতে রেখে তোর হাত,
পথগুলো আজো তেমনি রয়েছে
শুধু নেই সেই জোড়া হাত।


কিরণ,
এই বার এসে দেখ প্রেয়সী
তুই ছিলি আমার কে?
সবার উপরে নাকি সেরা
সবার থেকে..........