মাধবী কাঁদছ তুমি?
চেয়ে দেখ এইতো আমি,
কত কাছে তোমার ।
লক্ষ্ণী মেয়ে অভিমান নয় আর ।
ভুল হয়েছে আমার স্বীকার করছি,
হাতজোড় করে ক্ষমা চাইছি ।
কি এবার হলতো?
যদি তুমি বল চাঁদকে বলে
জোছনা এনে দেব মুঠো মুঠো ।
কোন জোছনা পছন্দ তোমার?
কাব্যিক জোছনা নাকি প্রেমময় জোছনা?
আমি কিন্তু জানি ঠিকই ।
শোনবে? না এখন তো বলব না ।
আগে কান্না তো থামাও ।
এস আমি তোমার অশ্রূ মুছে দেই
লজ্জা পেওনা আশেপাশে আর কেউ নেই ।
এবার একটু তো হাস অভিমান ভুলে ।
এই তো লক্ষ্ণী মেয়ে ।
জানি এখন তুমি ,
হাসাহাসি করবে জোছনার শ্রেনীবিন্যাস নিয়ে ।
তাও ভাল হাসি তো ফুটেছে তোমার মুখে ।
ওই একটুকরো হাসির জন্য,
শুধু দু’ভাগ কেন
শতভাগ করতে পারি জোছনাকে ।