ভালোবাসা কী কারণে সখা,
আজ আঁধারে রয়েছে  ঢাকা,
অন্তরে তোমারি কারণে
ক্ষণে ক্ষণে জাগিছে ব্যথা।


প্রেম সে অভিমান,   আর কত ব্যবধান,
আর কত বিনিদ্র নিশীথ যাপন,
প্রাণের আপন সখা,  আর কী দেবে না দেখা,
আশার তরঙ্গে আজ ধরেছে কাঁপন।


কেনইবা এসেছি্লে দুচোখের স্বপ্ন হয়ে,
কেনইবা দেখেছিলে অজস্র কামনা নিয়ে।


এ জীবন জীবন নয়,  এ যেন অভিনয়,
যাক যাক কেটে যাক শেষ হয়ে যাক,
তোমার আমার প্রেম অজানাই থাক।


চাই না একটুকো করুণা,
চাই না একটুকো মায়া,
যে বিরহ দিয়েছ আমায়
তাই হোক জীবনের ছায়া।


সমাপ্ত