প্রচন্ড হতাশা  ঘিরে ধরেছে,
চাকরি নেই,
বেকার জীবনের গ্লানি,
বাবা-মায়ের ওষুধ কিনব,কিন্তু পকেটে টাকা নেই,
বাসায় চাল-ডাল আছে কিনা জানি না,
কোন প্রেমিকা নেই...চলতে চলতে
পথের ধারে এরকম লেখা একটি চিরকুট খুঁজে পেলাম।
নিচে কোন ঠিকানা লেখা নেই।


কাকে হতাশা ঘিরে ধরেছে?


চলতে চলতে সামনে একজনকে খুঁজে পেলাম।
এটা কী আপনার লেখা?
আপনাকে কি হতাশা ঘিরে ধরেছে?
তার উত্তর,নারে ভাই,
হতাশ হতে যাবো কেন...
নতুন চাকরি পেয়েছি,বেতনের চেয়ে ঘুষ বেশি।


আরেকজনকে পেলাম,তারপরে আরেকজন...
এভাবে যতজনকে দেখালাম সেই চিরকুট,
সবাই বলল,তারা হতাশ নয়।
খুঁজতে খুঁজতে হতাশা আমাকে পেয়ে বসল।


চিরকুটটি রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে,
চলতে শুরু করলাম।


সমাপ্ত