রেখেছ চিরকাল ধরে
                তোমারি পায়ে
      পূজারিণী করে,
দিয়েছি বাঁধন খুলে
                শুধু পারোনি
বাঁধতে মোরে।


ওইযে অনেক আলো,   ওইযে অনেক দূরে,
                      বহুদূরে,
সেথায় লুকিয়ে আছ প্রিয়তম?
লাল দিগন্তের কোণে,
          একফোঁটা অশ্রু দেই,
তাই হয় বৃষ্টি,জেন।


আমি আজ ভিখারিনী
তুমি স্বর্গ লোকের মহারাজ,
কান্নায় গলে না মন
প্রাণের নেশায় মত্ত তোমার তাজ।


কপালে সিঁদুর দেখেছ
     দেখনি সেথা রক্তের অনন্ত ধারা,
     তাই দূরে চলে গেছ
আমি যে কপাল পোড়া।


তবু পূজা দেই,     তবু অর্ঘ্য ঢেলে
তোমারি পায়ে নিয়েছি আশ্রয়,
যদিও এই বিশ্বলোকে,আর
সে আমার নয়।


হায় রে আঁখি টলমল, হায় রে আঁখি ছলছল।
কেন প্রশ্ন কর কান্না ভরা চোখের এ দৃষ্টি?
প্রশান্ত মহাসাগর সেতো আমার চোখের জলে সৃষ্টি।


সমাপ্ত