চলো ক্ষণিকের তরে ভেসে যাই,
ততদূর যাবো যতদূর গেলে,
ফিরে আসবার তাড়া নাই।
চলো ক্ষণিকের তরে ভেসে যাই,
ততদূর যাবো যতদূর গেলে,
হারিয়ে যাবার ভয় নাই।

প্রতিদিন আজ নিত্য নতুন
ক্ষণিকের মাঝে আলো,
নবীনের প্রাণে আলোর ভুবন
তৃষ্ণার ডাকে চলো।

প্রতিদিন মাতো নিত্য খুশীতে
তৃষ্ণার ডাকে চলো,
হৃদয়ে লুকানো সব সম্ভব
ক্ষণিকের তরে বলো।

প্রতিদিন রাঙো নতুন রঙেতে
তৃষ্ণার ডাক শুনে,
সারাক্ষণ থাকো সত্যের মাঝে
তৃষ্ণার আবরণে।

চলো ক্ষণিকের তরে ভেসে যাই,
ততদূর যাবো যতদূর গেলে,
তৃষ্ণার মাঝে পাবো ঠাঁই।
চলো ক্ষণিকের তরে ভেসে যাই,
ততদূর যাবো যতদূর গেলে,
ঠাঁই হারাবার নাই।

তৃষ্ণা আমারে পথ খুঁজে দিলো
তৃষ্ণা শেখালো চলা,
তৃষ্ণা আমারে প্রণয়ে জড়ালো
তৃষ্ণা মেটালো জ্বালা।
    
তৃষ্ণা আমারে কাছে টেনে নিলো
তৃষ্ণা শেখালো প্রেম,
তৃষ্ণারে আমি আজ অবশেষে
ভালোবেসে চিনলেম।
  
চলো ক্ষণিকের তরে ভেসে যাই,
ততদূর যাবো যতদূর গেলে,
তৃষ্ণারে আমি খুঁজে পাই।
চলো ক্ষণিকের তরে ভেসে যাই,
তৃষ্ণা আমারে হাত ধরে নেবে,
আমি যতদুরে যেতে চাই।

সমাপ্ত