চোখের সমুখে,ভেসে ওঠো তুমি,
ভেসে ওঠো তুমি বারবার,
জগতে আমায়, মুগ্ধ করে,ফিরে
আসো তুমি আরবার।


তোমারে ছুঁয়েছি,তোমারে পেয়েছি,
দুটি আঁখি মেলে বারবার,
এই সুধা সই,মেলে আর কই,
তুমি তাই দাও আরবার।


চারিদিকে গীত,একি সংগীত,
একি প্রভাতের সজ্জা,
এলো সুধাক্ষণ,জেগে ওঠে মন,
ভাঙো ভাঙো তুমি লজ্জা।


ওই তো হৃদয়ে,সাগর মালয়ে,
কোন অপরুপা এসেছে,
কোথা যাবে তুমি,কত মরুভূমি,
প্রাণের আলোয় নেচেছে।


এই উপহার,খুশির জোয়ার,
কত রাত দিন চেয়েছি,
আজ তুমি এলে,সব সুখ দিলে,
তাই তো এ গীত গেয়েছি।


ওগো রাধা তুমি,বারবার চুমি,
সুখের লীলায় ভেসে যাই,
এই হাত ধর,আপনার কর,
আজ মনে কোন ব্যথা নাই।


হারজিত শিখি,করি মাখামাখি,
দেবী সরস্বতী নাই দ্বেষ,
অনুরোধটুকো,দয়া করে রাখো,
করো না আমায় নিঃশেষ।


এই প্রভা বিভা,এই আলো শিখা,
আর যেন কভু নেভে না,
রাত কি আলোয়,রোদ কি প্রলয়,
এই ঘোর যেন কাটে না।


সমাপ্ত