মিনতি
সব কোলাহল থেমে,     একদিন পৃথিবীতে,
             চলো গান করি জীবনের,
কারো থেকে দূরে নয়,      বিরহের সুর ছেড়ে,
            চলো ঘর সাজি মিলনের।


মিনতি
তুমি আমি কারো নই,     তবু কত একসাথে,
         থেকেছিনু প্রেমে মিলে-মিশে,
যদি হলো ছাড়াছাড়ি,     দুইজন দুই পথে,
         চলে গেনু দিবসের শেষে।


মিনতি
মরা এই মনটারে,     করেছিলে পোড়া বাঁশি,
           শরতের ভেসেছিলে মেঘে,
একবার ভেবে দেখ,     মিছে মিছে ভালোবেসে,
          কত ব্যথা গিয়েছিলে রেখে?


মিনতি
ভালোবাসি খেলা কর,     এই খেলা শেষ কবে,
             আর কত চাও কাঁদে প্রাণ,
যদি হও আরোপিত,     অনায়াসে বুকে এসে,
              মুছে দাও সব ব্যবধান।


মিনতি
তুমি আমি দূরে দূরে,     চিরদিন এই করে,
         সব আশা হয়ে গেল শেষ,
মিলনের সুখ ভুলি,     বিরহের সুর তুলি,
        এই তবে চেয়েছিলে,বেশ?


মিনতি
মিল-অমিলের ভেলা,    প্রেম-প্রণয়ের খেলা,
           একদিন সব হবে স্মৃতি,
যদি মোরে ফিরে পাও,    নীল নয়নের জলে,
         ভেবে নেব গান হলো ইতি।


সমাপ্ত