মন তুমি আর গাও তাঁর গান কত,
মন তুমি হবে কত আর তাঁর মতো।।


একবার রাখ   হৃদয়ে তুলে,
শত কল্লোলে   শত হিল্লোলে,
একবার রাখ    নয়নের জলে,
নব নীলে    নব বর্ণিলে।
একবার রাখ ঘনঘোর শয়নে,
            নগ্ন বসনে,
দুরুদুরু বুক কাঁপনে,
           নিশী যাপনে,
তোমার কন্ঠ আমার কন্ঠে সুর ঝরে অবিরত।


মন তুমি আর গাও তাঁর গান কত,
মন তুমি হবে কত আর তাঁর মতো।।


দূর ঘনশ্যাম,সুর
খরতারি,কৃষ্ণ আঁখির,
                    পরশে,
আজ নাচে মন হরষে,
একি সুধা তার বরষে!
মন ছুটে যায়,    সব বাধা টুটে,
সুরের খেলায় মাতে সে,
কৃষ্ণ আঁখির পরশে,
আজ বসে মন,      তাই শুধু ভাবে,
কার ছোঁয়া তুমি দিয়েছ?


মন তুমি আর গাও তাঁর গান কত,
মন তুমি হবে কত আর তাঁর মতো।।


আজ কে এলো রে,     দূর হতে লয়ে,
নতুন প্রাণের অঞ্জলী?
মন নাচে কোন হিন্দোলে,
নতুন ভাবের শৃংখলে,
আজ কে গেল রে,     দূর হতে লয়ে,
পুতুল খেলার দিনগুলি?
আজ বসে মন,     তাই শুধু ভাবে,
কার পানে হই ধাবিত?


মন তুমি আর গাও তাঁর গান কত,
মন তুমি হবে কত আর তাঁর মতো।।


কারে পেতে আজ,     করি দিনরাত,
সাধনা,
চিরপথিকের বাসনা।
একি প্রণয়ের,      একি প্রলয়ের,
কামনা?
চিরবিরহের যাতনা।
তাঁর বুকে আজ,     গড়েছি মিলন,
মোহনা,
                     চিরজীবনের সাধনা।
কতটা আমায়,করেছ নিজের,জান না,
ওগো
সুন্দরী ললনা।
আজ বসে মন,তাই শুধু ভাবে,
কোথা হতে তুমি এসেছ?


মন তুমি আর গাও তাঁর গান কত,
মন তুমি হবে কত আর তাঁর মতো।।


চারিদিকে তুমি,      ভাসো বিজয়িনী,
স্বপ্ন ভীরের অলখে,
একি অদ্ভুত,একি বিষ্ময়, লেগেছে চোখে।
ক্লান্ত দেহের পলকে,
চারিদিকে তুমি,       ভাসো বিজয়িনী,
মুক্ত দিনের আলোকে,
এযে কার ছবি,এযে কোন জ্যেতি,ভেসেছে চোখে।
মুক্ত মনের ঝলকে,
কেগো তুমি তাই ছন্দে ছন্দে,
         দ্বিধাহীন ভাবে ডাকো?


মন তুমি আর গাও তাঁর গান কত,
মন তুমি হবে কত আর তাঁর মতো।।


চির অচেনা,      চির অজানা,
              তোমার পথে,
আমার এ মন দিয়েছি সঁপে।
যেথা নিয়ে যাও,     যাহা দিয়ে যাও,
              তাহাই লয়ে,
তোমার খোঁজে এই তরীখানি চলেছি বয়ে।
চির অচেনা,     চির অজানা,
                 তোমার পথে,
আমার জীবন দিয়েছি সঁপে।
নিজ হাতে এঁকে,     নিজ ভাষা দিয়ে,
             ভাসাও প্রাণে,
আমি যাহা গড়ি জানি তার সব তোমার দানে।
আজ বসে মন,    তাই শুধু ভাবে,
যাহা চেয়েছিলে পেয়েছ?


মন তুমি আর গাও তাঁর গান কত,
মন তুমি হবে কত আর তাঁর মতো।।


তোমার সকল,    সুরের ভার,
দিয়েছ আমার পরে,
আমার সকল,    মনের কথা,
নিয়েছ নিজের করে।
তবে তাই হোক,    ওগো সুন্দরী,
দেব নিশীদিন,     এই পথ পাড়ি,
এই মনটাকে,      করে দেব নারী,
তোমার মনের মতো।
২১/১১/২০০৬