রজ‌নী প্রহ‌রে সজনির আশে তনু মোর চঞ্চল
আ‌সি‌বে কি প্রিয় ? ম‌নে সংশয় , আঁখিদ্বয় টলমল
হে‌রি‌তে তাহা‌রে, ব্যাকুল এ বক্ষ র‌হে না কভু স্থির
আ‌ধো- আলো‌তে ,নিরবে‌-নিভৃ‌তে ! হ‌বে কি বা‌হির ¡
কি নেশা চো‌খে! যত হে‌রি তা‌কে!নয়ন নাহি ফে‌রে
উপমা তাহা‌তে বড়ই তুচ্ছ , কি দিয়া বোঝাই তা‌রে
রজ‌নী কা‌টিল , প্রভাত হইল তু‌মি আসি‌লে না আর
হতাশ ন‌হে আমি, কাল আবার আসিব থা‌কিব অপেক্ষাতে তোমার
বি‌নিদ্র আঁখি  নেই ঘুম চো‌খে; দেখা হ‌বে সেই ভো‌রে
কল‌সি হা‌তে আসি‌বে ঘা‌টে : দে‌খে নেব অগোচ‌রে