নিরূপ  নক্ষত্র হয় কি কখ‌নো"
তবু থা‌কে মে‌ঘের অত‌লে!
অ‌সিম শুভময় খু‌লিয়া বাতায়ন '
হা‌সে  সদা তবু নানা ছ‌লে;


কে জা‌নি‌তে পা‌রে? কার ত‌রে সে?
উ‌কি মারে দূর আকা‌শে "
ব‌লিতে চায় সে,আ‌মি এত দূ‌রে,
ছায়া মোর তবু জ‌লে ভা‌সে!


কে জা‌নিবার পা‌রে ?কার কত প্র‌তিভা
য‌দি সে নি‌জেকে না পা‌রে চি‌নি‌তে!
ব‌লে নক্ষত্র , আমি আমা‌তে জাগ্রত
থা‌কি বি‌ভোর নিজ~গী‌তে ;


নকল হী‌রের এ জগ‌তে ,আসল চেনা কষ্ট
আসল দেয় তবু স্বীয় শিহরন,না হ‌য়ে কভু পথভ্রষ্ট


আসল চি‌নিবায় এসো মোর কা‌ছে
কি সে হীরা? কী সে নক্ষত্র ?
আ‌মি স্বাধীন তাই অসীম ক্ষমতাধর
প্রকৃ‌তি আমার গুরু , আমি তার ছাত্র!