তন্দ্রা‌হিনতায় চক্ষু ক্ষ‌য়ে গেেছে
হৃদয়  হ‌য়েেছে দগ্ধ ।
ত‌নিমাবতী , কা‌লোকেশী সে মেয়ে
যার ‌প্রেেমে‌তে আমি স্নিগ্ধ!


সে রূ‌পেতে চন্দ্রা, হ‌রিনী চাহুিন
দু‌ধে আলতা বরন;
সব কিছু  নি‌য়ে  প‌রিপা‌টি সে
শুধু ছিলনা একটা মন

ভালবাসার না‌মে ধোকা দিল শুধু
বাস‌লো না  ভা‌লো মোটে
অভাগা  এ মন ভেঙে চৌচির
সু‌খের দিশা না‌হি জো‌টে


ভা‌লো‌বেসে নয়  , ভুল ক‌রে ব‌সে
চার‌দিক  লাগে বড় ফাকা
প্রেম ব‌লে কিছু  আছে কিনা স‌ন্দেহ
ম‌নে  হ‌য়ে সবই ধোকা হ্যা ধোকা