জীবন যখন খুব ছোটো,
যেমন খুশি তেমন বাঁচো.
ইচ্ছে গুলো  লাগামছাড়া,
স্বপ্নে যখন বাঁধনহারা.


আজ যে রাজা ,
কাল সে ফকির.
দুনিয়াদারির
এই তো নজীর.


শুন্য হাতে
আসা  যাওয়া,
কীসের তরে,
বিবাদ করা.


এস মোরা
একইসাথে  
আবার তবে
হাসতে শিখি



এসো আবার  
নতুন করে,
সবাই মিলে
বাঁচতে শিখি.