বুকের ভেতর মেঘ ভাঙ্গা আকাশ
স্যাঁতসেঁতে ঘোলাটে অবর্ণ
ভয়ানক অর্থহীন
একটা অচেনা তাপ অনুভব করলাম।


আমার কাছে জলপরীর গান অথবা
সুন্দরী মেয়ের উড়তে থাকা চুল
কিছুই এখন জরুরি নয়
ভারী চাঁদের আলো
সবই অপাঙ্ক্তেয় ভীষণ।


আসলে আকাশে উড়তে উড়তে
মেঘ ছিঁড়েও
সংসারের কাছে পৌছতে পারিনি
সবই আমার কাছে দিশাহারা---।


কিসের মোহে ছিন্ন পালক হলাম!