আমি ডুবতে রাজি

শে খ র  ঘো ষ

রোজ ভোরে তোমাকে দেখি ফুল তুলতে
হাওয়ার স্পর্শ পেয়ে জল ক়া‍ঁপে
নৌকা তখন দোলে তেমন
তোমার উপস্তিতিতে আমার হৃদয় তরঙ্গ খেলে

তুমি যদি এলে আমার ভেতর
তবে ডাকতে পারি ঘণ ভোরে
ডুবতে পারি তোমার অন্তরালে

আমি ডুববো যতই করো নিষেধ
মানবো না তোমার বারণ

পাগল প্রেমের দীর্ঘশ্বাসের
কী আবেশ ছড়িয়ে ছিল
বলো তো আমার রক্তে

আমি ডুবতে রাজি
ঘোর জঙ্গলে
শুনবো না তোমার বারণ।