জলে ভাসছে তোমার মুখ
হাওয়ায় উড়ছে তোমার ছেঁড়াখোঁড়া সুখ
দূরে সূর্য ডোবে শেষ বিকেলে
জীবন যায় ঝরে এইবেলা
একটি বার তাকাও বৃষ্টির দিকে
বন্যা এসে গেলে পালাবে কোন বাঁকে
হতাশার হাত ধরে
জলের গভীরে ডুবে মরে
জল বাড়ে পাখিদের ব্যস্ততা
মানুষ ভাসে রানিমার নিঃস্তব্ধতা ?


শিশুর ঠোঁট নাড়া
খাবার পাবে কী তারা ৷৷