আমরা সবাই রঙের বালতি হাতে
এবার খেলা হবে ফাল্গুন-চৈত্রে
হইহই করে নামল সবাই
মাটির ওপর পড়েছে রঙ
দেখা পেলাম না তার এই রঙিন প্রভাতে


ভরা ছিল শূন্য বালতি
কত কথা আর প্রেম
দিগন্ত লাল হয়েছিল রঙে
বেমানান শুধু আমার মধুমালতি


ভুসোর মতন বেলা পড়ে
ভাসে বাতাসে রঙের গন্ধ
বিষন্ন ঝড়ো হাওয়া সাক্ষী
সে ছুঁয়ে আছে তাই হৃদয় নড়েচড়ে