সেই কতকাল আগের কথা
চাঁদ সওদাগর বানিজ্য করতে যেত
এই নদীর উপর দিয়ে
এই সপ্তগ্রামের ভেতর দিয়ে
প্রতিটি মুহূর্তকাল, সুখ দুঃখ সাজপাট
আর অসংখ্য তারার হুল্লোর...


সব কাহিনীর সাথে সাথে বদল হচ্ছে
সেই দৃশ্য আর নেই
এখন নিহত সময় ৷


তুমি না ডাকলে আজীবন বসে থাকতাম


এই হাত চলে যাচ্ছে ইতিহাসের বেহালার তারে ৷৷