অদ্ভুত সময় বিষণ্ন বাংলার ধুলোমাটি
নতজানু হয়ে আছে সন্ত্রাসের কাছে
সাধারণ মানুষ ফিরে যায় অন্ধকারের গ্রীবায়
মাঝে মাঝে লুম্পেনদের পায়ের শব্দ
আত্মার কণ্ঠস্বর শুনি
কোন ভয়ার্ত সময়ের কাছে দাঁড়িয়ে আছো
বাংলার আকাশ ছোঁয় না বন্য গন্ধ সমুদ্র আঘ্রাণ
শুধু একরাশ স্বার্থতার নিপুণ জাল


ন্যাশপাতিতে ধোয়া মানুষের কাছ থেকে
আর ভালোবাসার গন্ধ পাই না


অথচ প্রপিতামহের হাত থেকে ন্যাশপাতি নিয়ে ছিলাম।