আজও মনে দিন ফুরোবার একফালি রোদকে দেখে প্রসন্নতা আসে,
হয়তো পুরনো বিষন্নতার ছায়া, দুঃখের ভিতর ভাসতে ভাসতে, নতুন পাতার মতো সৌন্দর্য এনে দেয়,
তখন বিষাদের ছায়া ছুঁয়ে থাকা যায়৷


এখনও ভেসে বেড়ায় চাঁদ
বুকে অন্ধকার ঝাউবনে৷


আত্মত্যাগ শব্দটার মানে কেন শিখিনি
এখন মনে হয় জীবনের অমসৃণ রাস্তাগুলো
অনেক সহজতর হত৷


অনেক দিনের অকাঙ্ক্ষিত আস্বাদ, ভেঙ্গে যাওয়া পাঁজরের ফাঁকে ফাঁকে বৃষ্টির জলের মতো জমে আছে,


তবুও ঝরে যাওয়া বট গাছের ফাঁক দিয়ে
পাশের বারান্দায় রোদ আসে৷৷