আকাশের ভিটেতে পূর্ব থেকে পশ্চিমে চলে যাচ্ছে দিব্যচাঁদ
আবছায়া অন্ধকার,বাঁশঝাড়ের মাঠের ভেতর
বসে আছে চন্চল যুবকযুবতী।


এই ভরা সন্ধ্যায় মনের ভেতর বিষণ্ণতার হাতছানি।


পন্চাশ বছর ধরে ভাড়া ছিল
আমার ঘরের পাশে নীরব মানুষটি
বাড়ি ছেড়ে চলে গেল নিঃশব্দে
অন্য কোনো ঠিকানার খোঁজে
অনেক খারাপ ব্যবহার করেছিল
অনেকে।


ঘরের দরজা খোলা,ভেতরে খাঁ-খাঁ অন্ধকার
উঠোনে একলা পড়ে আছে
স্মৃতির জলে তোবড়ানো ঘটি।


তার অর্ন্তশরীরের নীরব ডাক
বিসৃত ব্যাথার অনুভবে আমার শরীরে।