মেঘের মতো একটি উপত্যকা
হাওয়ায় উড়ছিল হাত পা মেলে ছোট্টো মেয়েটি
হিংসুটে মানুষের সাথে তার আড়ি
হাওয়ার সাথে ছিল তার ভাব
প্রাণবন্ত নাচ তার সাথে ঝিলিমিলি পাতা
উল্লাসের মধ্যে তাকিয়ে আমার চোখ।
আচমকা আমি দেখি কিছু লোকের ভিড়
উপত্যকার কাছে আসতেই সব শুনশান,
উগ্রপন্থীরা ঝাঁঝড়া করে দিল
মিষ্টি মেয়ের শরীর
শুধু গাছের তলায় হাওয়ার নাচ
আমার চোখের মধ্যে তখন
একাকী মেঘ
বৃষ্টির অপেক্ষায়।