গভীর নদীর স্রোতে
তার বয়ে যাওয়া
কোনো ভারী শব্দ নেই,
অগভীর নদীর স্রোতে
ভীষন শব্দ হয়।


অধীর হাওয়া ওড়ে আনন্দধারায়।


গভীর নীরব সমাহিত মন
খুঁজে পেতে পারে ভালবাসা
কিভাবে ভুলতে পারি তোমাকে।


আমি অন্ধ নই
দুঃখ কখনো ফেরি করিনি
ভালবাসা কখনো বিক্রি করিনি।


আমার দুচোখে স্বর্গীয় মুখ
পুনরায় স্থাপন করতে পারো।


অপেক্ষার পাঁচিল ধরে
আমার হৃদয় দাঁড়িয়ে থাকবে।