নীল খামের ভেতর নিরীহ একটা চিঠি
পাতাগুলো অমলিন আর উজ্জ্বল
কালির রংও আকাশনীল,
বোবা অক্ষরগুলো নীরব আত্মহীনতার পাতায় মোড়া।


ঘনীভূত হয়েছে মেঘ,
বৃষ্টির শেষে মেঘের পেটের ভেতর থেকে
রোদ্দুর ছুটে আসে মুক্তোর মতো
জমা বৃষ্টির জলে টলমল করে রোদ।


বুকের ভেতর ছাপা আছে অভিমানী শব্দগুলো
তা থাক,আমি অপেক্ষা করতে করতে
এখন আর অপেক্ষা করব না,