বয়সেরও আলাদা একটা সুগন্ধ আছে
বয়সের রং উঠে গেলেও
বিকেলের শেষ আলোর
একটি ছায়া পড়ে
অমলিন আলোর ছায়া।


জীবন নদীর খেয়াঘাটে
সকাল সন্ধ্যা ফিরে আসে নৌকা
রোদ ও ছায়ার মায়াজালে
মানুষ জড়িয়ে পড়ে।


বেলাশেষে অবেলার গান
ডেকে ওঠে শৈশবের
একান্ত আপন দুপুর


তার সেই হাসির নিঃশব্দ ঘ্রাণ।