শূন্যতার ভেতর দাঁড়ালে এসে,নন্দিনি
রাতের নীল ধ্রুব তারার মতো
তার আলো হতে চায়নি,


যূথবদ্ধ বেলে হাঁস
কি সুন্দর জল ছিটিয়ে খেলছে
ফুল তোলা ভোরে করিস না নিরাস,


মোড়ের রাস্তায় দাঁড়িয়ে
প্রতিদিন গল্পগুজব করি
আজ দুদিকে পথ
যাস না হারিয়ে৷


তুলির আঁচড়ে আঁকতে চাই
মাংসপিন্ড ক্যানভাসে,তোর  খোলা পিঠে
নিজের মতো করে ছবি,


নন্দিনি, তোকে কোথায় খুঁজে পাই৷