লালচে বেগুনি রঙের এক সন্ধ্যায়
আমরা বসে আছি শব্দসেতু হয়ে
সব কাহিনিরই ভিত্তি হলো হিংসা,ঘৃণা,ঈর্ষা আর লোভ ৷


ভালবাসা মানেই তো চোখের জল
দুঃখ, কষ্ট, আর বেদনা
আবার পাশাপাশি এক সীমাহীন স্বর্গীয় আনন্দ
অসীমের স্পর্শ ৷


সন্ধ্যামালতী ফুল সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে
ফুলগুলো ফোটে
মৃদু গন্ধে কেমন যেন পবিত্র পবিত্র মনে হয় ৷


নিরীহ শূন্য দশক


আমার বাগান ভরে আছে সদ্য ফোটা সন্ধ্যামালতী ফুলে
নকশিকাথার মাঠে নকশাদার পোশাক পরা এক বাঁশিয়ালা
সন্ধ্যালোকে সুর জাগায় ৷৷