তুমি মিথ্যে নও
আমার হৃদয়ে আঁকা তোমার ছবিটা
সেটা মিথ্যে নয়
মিথ্যে ছিল তোমার আমার সম্পর্কটা
মিথ্যে ছিল বোঝাপড়া
প্লেনে বসে দেখি
নিচের মানুষগুলো প্রত্যেকের থেকে কত আলাদা
এই বিশাল পৃথিবীর মানুষগুলোর ভাবনাও আলাদা


ভালোবাসার সম্পর্কটা
সংসারে আবদ্ধে কালো হয়
কিছুদিন পর বাসি হয়ে যায়
তখন শুধু মানিয়ে নিয়ে চলা


আমার মনে হয় তুমি অনেক দূরে থাকলে
ভালবাসার গভীর একটা টান থাকে
একটা মধুর বেদনা তৈরি হয়


তাজমহলের পাশে যদি বাড়ি থাকতো
রোজ তাজমহল দেখতে ভালো লাগতো না
অনেক দূর থেকে তার আকর্ষণ থাকে।