একদিন সব শেষ হয়
জলধারা থেমে যায় নদীর বাকে,
সমুদ্রের গর্জনেও পড়ে ভাটা
শক্তি হারায় বাতাসের বেগ।


ডায়েরির পাতা খসে পড়ে
স্মৃতি সব মুছে যায়,
আলোর সমাপ্তি হয় আঁধারে
সাধ্য কার পরিবর্তন করার।


প্রকৃতির নিশ্চুপ হিংস্র থাবা
ফেরাবার কেউ নেই,
অপেক্ষায় থাকা লাল সিগন্যাল
হঠাৎ বেজে যায়।


খুবই কষ্ট হয় যতবার ভাবি নিরবে
সফল হতে হতে হতে হঠাৎ পরাজয়,
প্রকৃতির সাথে এ নিষ্ঠুর লড়াই
খুব বেশী কেন এক তরফা হয়?