#ফিরে দেখা ১


আধাঁর নেমেছে শহরে মানুষ ফিরছে ঘরে
দিনব্যাপী বৃষ্টির কান্নায় রাস্তা ডুবেছে জলে,
শীতের আগমন ধ্বনি শুনি সূর্যের নাই দেখা
পাহাড়গুলো চুপসে গেছে সাদা মেঘের ভারে।


ইচ্ছে হলো ঘুরে আসি মনের কপাট খুলে
পড়ে আসি অতীত চিঠি আছে সযতনে,
মনটা যদিও ভারী হবে নানা কথা এসে
তবুও যাই ফিরে ফিরে আমার গাঁয়ের মাঝে।


জমি চিরে ক্ষেতের আঈল কাদায় যেত ভরে
তারই সাথে খেলা চলতো সকাল সন্ধাজুড়ে,
মজার ছিল সরল ছিল মানুষ ছিল সাদা
ঝগড়া বিবাদ দূরে ছিল সবাই থাকত সুখে।


ভাবছি বসে ভেজা সন্ধায় দেশের হলো কি?
স্বার্থ খেলায় মিষ্টি বেলা কোথায় গেল চলে?
সবাই একটা ঘোরের মধ্যে কেউ কারও নয়,
এমন ছবি দেখতে হবে ভাবিনিও যে ভুলে।


#ফিরে দেখা ২


বদলের হাওয়া লেগেছে সেই কবে
গ্রামের কাদামাটি ফেলে
শহরের নিয়ন বাতি উদযাপন করেছি,
নৌকার বৈঠা ছেড়ে
দ্রুতগতির যানবাহনেও পা লেগেছে
সেই কবে।


শহুরে ভাষা কেড়ে নিয়েছে
আঞ্চলিকতার টান
উচ্ছ্বলতা নিভে গেছে গম্ভীর আবরণে,
জীবনের অর্থ গেছে বদলে।


কোন কিছুই আরোপিত ছিলনা
নিয়ম করে বদল হয়েছে সময়ের হাওয়ায়,
লক্ষ্যে পৌঁছবার তাড়নার যাতাঁকলে
কখন যে বদলে গেল সব।


চুপিচুপি আজ মনে পড়ে
আড়ালে আধাঁরে আপন মনে হয় কথা,
এই আমি সেই আমিই তো!
কোথা থেকে কোথায় এসেছি চলে।


লেখক:
ড. মো: ফজলুল করিম
সহযোগী অধ্যাপক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদযালয়
বাংলাদেশ।


এবং


শিক্ষক ও গবেষক
কুমামতো বিশ্ববিদ্যালয়, জাপান।