💔ভালো থাকুক তোমার মিথ্যে আশ্বাস💔
            ফয়জুল কবির পারভেজ
---------------------------------------------
আজ আকাশের মন খারাপ,
মেঘেরা ছোটাছুটি করছে এদিক থেকে ওদিক,
আকাশের দুঃখ যেন আজ রক্তাক্ত অবস্থায় মরিচিকার ন্যায় চটপট করছে।
মেঘের বুক ফাটা কান্নায় অজর ধারায় ঝরবে আজ বৃষ্টি,
দুঃখ কে ভুলার চেষ্টা করছে,পারছেনা ।


তোমার শুন্যতা অনুভব করছে আজ সর্বত্র,
নিষিদ্ধ ভুমি আজ তোমার পদচিহ্ন কে স্বরন করছে,
সেই বেলার খালি পায়ে হেঁটে যাওয়ার নুপুরের ঝনঝনানি শব্দ আজ কোথাও নেই।


একাকিত্বের যন্ত্রনা কতটা কষ্টের তা সর্বত্রই বুঝতে পারছে,
শুধু তুমিই বুঝতে চাওনি।


আচ্ছা তোমার কি সেই দিনগুলোর কথা মনে পড়ে?
যে দিনগুলোতে তুমি আমি একে অপরকে একদিন ও না দেখে কাটাতে পারতাম না?
কোনো না কোনো বাহানা করে,
কৃষ্ণচূড়া গাছের নিচে একগোছা চন্দ্রমর্লিকা ফুল নিয়ে অপেক্ষার প্রহর শেষ হতো না।


যখন তুমি এসে দাঁড়াতে,আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম,
তোমার কপালের লাল টিপ আর চুলের গুঁজা ফুলের দিকে;
তুমি বলতে এতো তাকিয়ে থেকোনা নজর লেগে যাবে,
পরে কিন্তু আমাকে হারাতে হবে।
সত্যিই বিশ্বাস করো! আমি না সেই দিন তোমার কথা গুলো মোটেও মাথায় নিতাম না,
ভাবতাম তুমি তো এখন আমার,
তুমি বুঝি আমাকে ক্ষেপাতে বলছো,
কখনো ভাবতেই পারতাম না তোমাকে হারাতে হবে।


কিন্তু দেখো বিধাতা তোমার কথাটাই সত্যি করে দিলো,
তোমাকে হারিয়ে ফেললাম অজানা কারণে,
তোমাকে আর আমার পাওয়া হলো না।
এখন মনে হচ্ছে সেই দিন গুলো তে তোমাকে দেখার যে মোহ ছিলো
সেটা তোমাকে হারানোর ভয়ের মোহ,
যে মোহ আজ আমাকে করেছে নিঃষ।


তোমার মনে আছে সেদিনের কথা?
যে দিন তুমি একটা লাল শাড়ি পরে আমার সামনে এলে,
বলেছিলে আমি যেন তোমাকে কখনো ভুলে না যাই, শক্ত করে ধরে রাখি।
আমার জন্যই না কি তুমি বেঁচে আছো,
আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না।


কিন্তু দেখো কি আজব বিষয়!
আমি তোমাকে ভালোবাসার বাঁধনে শক্ত করে ধরে রাখতে চেয়েছি,
কিন্তু তুমি সেই বাঁধন ছেড়ে চলে গেছো,
চলে গেছো আমার ভালোবাসার মায়া ছেড়ে;


তুমি ঠিকই বেঁচে আছো, শুধু আমিই একা নিঃষ বেদনার জীবন পার করছি,
আমি কিন্তু ভুলে যাইনি তোমাকে, আমার কথা রেখেছি আমি,
শুধু তুমিই কথা রাখতে পারোনি দিব্বি আমাকে ভুলে সুখেই দিন কাটাচ্ছো।


আজ মনে হচ্ছে সেই দিনের তোমার কথা গুলো ভুল ছিলো,
মিথ্যে শান্তনা ছিলো,
ছিলো আমাকে ভালোবাসার মিথ্যে অভিনয়,
ছিলো আমাকে কাদানোর একটা মিথ্যা আশ্বাস।


বিশ্বাস করো আমি এখনো কাঁদি,
অঝর বৃষ্টির পানি যেমন আকাশে দুঃখে বের হয়ে আসে অন্ধকারে,
তেমনি রাত এলেই একাকিত্বের গভীর বেদনায় আমার চোখ থেকে অশ্রু ঝরে,
আমার হৃদয়ে বেদনার কাটা যেন বিষাক্ত ছোবল মারে,
বিশ্বাস করো আমি কাউকে না বুঝতে দিই না,
নিরবে নিভৃতে কষ্টের পাথর বুকে নিয়ে বেঁচে আছি।


শেষ অব্দি আমার বেঁচে থাকার অনুভূতি ধংস হয়ে যাবে,
ভালোবাসার মিথ্যে অভিনয়ের কাছে আমি পরাজিত হলাম।
আমার ভালোবাসা তো মিথ্যে ছিলো না,
মিথ্যে ছিলো না তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা,
পরম যত্নে বুকের ভেতর এখনো তোমাকে রেখেছি।


তোমার ভালোবাসার স্বপ্নজালে আমি ভালো নেই,
বিধাতার কাছে একটি চাওয়া ভালো থাকো তুমি,
ভালো থাকুক তোমার মিথ্যে দুনিয়া,
ভালো থাকুক তোমার মিথ্যে স্বপ্ন,
ভালো থাকুক তোমার মিথ্যে আশ্বাস। 😭😭



২০ ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
৩ ই মে ২০২১ ইং