আয় বৃষ্টি! আয় বৃষ্টি! আয় বৃষ্টি-আয়!
দূঃখের পাহাড় দুমড়িয়ে তুই, মুষলধারে আয়।
অগ্নি প্রলয় বুকের মাঝে, ঝড়ছে রক্তাভা—
তোর ছোঁয়াতে শীতল করি, আঁখি পাতের লাভা।


রুক্ষ্ম-খরার দাবানলে, মাঠ ফেটে চৌচির
হৃদয়ে আজ উঠছে গড়ে যন্ত্রণা-প্রাচির,
ভালবাসা বেদনাতে হয়েছে রূপান্তর,
পাহাড়-সম বিষাদ বোঝা বইছি নিরন্তর।


ঘন ঘন ছোবল তুলে, ঝমঝমিয়ে তুই আয়—
হৃদয় ভুবন কেঁপে কেঁপে আসুক স্থিরতায়,
দূঃখ, কষ্ট, যন্ত্রনা আর মলিন ধোঁয়াশা—
বৃষ্টি তুই আজ নিরব বানে, ভাসিযে নিয়ে যা।।