আমাদের যুগে আমরা যখন পড়েছি পাঠশালায়—
পড়ালেখার বাহিরে সময়, কাটিয়েছি খেলাধুলায়,
তোমাদের এ যুগে তোমরা এখন, পড়ালেখার ফাঁকে—
মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়ছো, অবিরাম ঝাঁকে ঝাঁকে।


আমরা জানিতাম রক্ত মানে খুব দূর্লভ! অতি ভয়ঙ্কর!
তোমরা বলছো, কণিকা মরে যায় তিন-চার মাস পর।
বিনামূল্যে রক্তসেবায় করছো আহ্বান
সুস্থ্যের দেয়া রক্তে বাঁচে, মুমূর্ষু রোগীর প্রাণ।


রক্ত তৈরীর উপায় কোন হয়নি আবিষ্কার
মানুষের শরীরই রক্ত তৈরীর অন্যতম আধার।
অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া সব তোমাদের জানা
পূর্ণবয়সী নর-নারী, কারোই নেই রক্তদানে মানা।


যুগে যুগে গাঁথা রবে তোমাদের জয়গান,
মানব হৃদয়ে স্মরণীয় রবে কীর্তি অম্লান।
তোমাদের কর্মে, তোমাদের প্রয়াসে সুন্দর হবে ধরা
মানুষে মানুষে মৈত্রী হবে, প্রেমময় বসুন্ধরা।।