চিনেনি তোমায়, ক্রুদ্ধস্বরে বলেছিল, কে ওমর?
ওয়াদা করে দায়িত্ব নিয়ে, এখন রাখেনা খবর।


সাহায্য দিয়ে, বুড়ির কাছে, ক্ষমা চেয়ে সেদিন -
শিখিয়েছিলে কেমন হবে, আমিরুল মু’মিনীন।


প্রতি দমে জীবনে আজ নির্যাতন, সন্ত্রাস -
বাবা-মায়ের জন্য গড়েছি, বৃদ্ধাশ্রম-বৃদ্ধনিবাস।


আফসোস আজ, বিশ্ব সভায়, নেই কোন ওমর -
বিচারের বাণী নিভৃতে কাঁদে, ক’জন রাখে খবর?


নিষ্পেষিত মানবতা, সত্য অবরুদ্ধ, অধিকার পরাধীন,
এখন তোমার বড্ড প্রয়োজন, আমিরুল মু'মিনীন।।