লিমেরিক-০৪
শকুনি মামা


দূর আকাশের বিহগ তুমি, উপর টানেই ভাসো
খিদের টানে মাঝে সাজে নিচে নেমে আসো
তুমি ভাবো, বুঝে না
আগে পিছে খোঁজে না
তাইতো এমন ফুরুৎ ফারুৎ ছোবল মেরে বসো।


লিমেরিক-০৫
বর্ণচোরা


সাত সাগরের তলা সেঁচে, তোল কথার ঢেউ
সে সব কথায় আপ্লুত হয়, নিত্য নতুন কেউ
মিঠে কথার স্বভাব
ভালই তোমার প্রভাব
বেলা শেষের আগে তুমি, মানুষ হবার চেও।


লিমেরিক-০৬
কুচুটিয়া


একে দেখি এখানে, আর ওকে দেখি ওখানে
সারাক্ষণ কান-পড়া দাও, সকল লোকের পিছনে
সবটা তোমার চাই
নচেৎ কিছুই ঠিক নাই
বলো দেখি কেমনে তুমি, চড়ে বেড়াও সবখানে?