শিউলী ফুল
দেখেছো কখনো!
শিশির সিক্ত সকাল বেলা !
শঙ্খচিলের ডানায়
দেখেছো কি
সোনালী রোদের খেলা !!


কাশফুলের নৃত্য
নজর কেড়েছে কি
উন্মত্ত দামাল হাওয়ায় !
কিংবা আগুনের মেলা
দেখেছো কভু
ফাগুনে, কৃষ্ণচুড়ায় !!


ক্ষনিকের জীবন,
ক্ষনিকেই চলে যাওয়া—
তবু কেন, অস্থির হয় মন !
কোন সে মায়া—
ভালবাসা—
ডেকে যায় অনুক্ষণ !!