প্রথম যেদিন দেখি তোমার
মুখ-খানি মনোহর
চোখ দুটি যেন ঠিক
পদ্ম সরোবর ।
টিকলো নাক—
উন্নত চিবুক
মনে হয়েছিল এ যেন
কত চেনা মুখ ।।


হাসছিলে, কোন কথার ছলে
প্রথম দেখা সেই ক্ষনে
স্মৃতির অতল খুঁজে মরেছি
কোথা দেখা, কবে-কোন খানে !
সেই হাসিটির উৎসস্থল
মনে হচ্ছিল বারে বার
বাম অলিন্দের গহীনে থাকা
অস্তিত্ব আমার ।।