জোছনার আলোয় সিক্ত পথ—
তবুও চলতে চলতে
নিকষ-নিথর চিত্ত,
অজানা কোন সংশয়ে,
কোন অচিন অপ্রত্যয়ে,
দিকভ্রান্তি শংকায়—
নিগূঢ়, নিশ্চল, ধ্যান-মগ্ন ।


চেনা পথ হয়ে যায় অপরিজ্ঞাত
মলিনতার ধোঁয়াশা
আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে নেয় পরিচিত সভ্যতা ।
স্বপ্ন-রাঙা অক্ষিযুগল, নিদারূন আবেশে
মুগ্ধ-মায়ার আঁচলাবরণে
অনুসরণ করে—
তোমার ফেলে যাওয়া পদচিহ্ন ।।