ভালবাসা মানে, সফেদ জলরাশির
বালিয়াড়িতে আছড়ে পড়া শুধু নয়
সফেদ জলের প্রত্যাবর্তনে—
পদযুগলের একমাত্র অবলম্বন বিসর্জনও।


ভালবাসা মানে, চন্দ্র পক্ষের
অবারিত জোছনাধারায়
প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের আস্বাদনই নয়—
অমাবশ্যা রাতের গা ছমছমে প্রতীক্ষার প্রহরও।


ভালবাসা মানে, জীবনের বালুকাবেলায়
হাত ধরাধরি করে দীর্ঘ পথভ্রমন
আর মুক্ত শ্বাস বিসর্জনই নয়—
সকল প্রতিকূলতায় সে হাত না ছাড়ার অঙ্গিকারও।