বালিকা, তোমার বিচরণ নিঃসঙ্গ চাঁদের আলোয়
পেঁজা মেঘের মতন মনে হয়।
কোন এক শরতের রাতে
বিস্তৃর্ণ প্রেইরীর বুক হতে
বাইসনের কান্না থেমে গেলে
দ্বি-প্রহরে তোমার ছায়ামূর্তি ভেসে রয়।
বালিকা, নিঃসঙ্গ চাঁদের আলোয়
তোমার ছায়ামূর্তি ভেসে রয়।।


কোন এক হাজার বছর পর
শরত ম’রে গেলে,শীত আসে
চাঁদটাও থাকেনা আর; ছায়ামূর্তি নশ্বর;
তখন,এক পৌষের রাতে
নতুন এক প্রেইরীর বুক হতে
বাইসনের কান্না থেমে গেলে
দ্বি-প্রহরে একপাল নেকড়ে জেগে রয়।
বালিকা, নিঃসঙ্গ অন্ধকারে
একপাল নেকড়ে জেগে রয়।।


০১.১২.২০১৭
(ক্যারূ মানদল)
কুকভিল, টেনেসি