শুনতে কি পাও
জড় ঠোঁটের আমার আহ্বান
মাটিচাপা পড়ে আছি কবে থেকেই
কাল হবে দুইটি বছর অন্তর্ধান।
কাল এসো, আজ যে সময় নেই।।
আজ ব্যস্ত খুব, সাজাতে হবে ঘর-দোর
সতেজ সুভাস ছড়াবে কিছু হলদে ফুল
অনেকদিন দেখা হয়নি, শোঁকা হয়নি
সোনালি পাতার ধোঁয়া, বেলী কিংবা বকুল
কাল আসবে আবার, ছড়িয়ে দিবে লাল
মাতৃহীন অসহায় কিছু গোলাপ কংকাল।
এই যে দূরের মেয়ে, হ্যাঁ তোমাকেই বলছি
এমন চমকে তাকালে যে, শুনতে পেলে নাকি
আমাকে, তুমি তো মিশেই আছো অস্তিত্বে
ছোট ছোট পায়ে বেণী দুলিয়ে, কে ও?
তোমার মেয়ে বুঝি!
কেমন মায়া মায়া চোখ হয়েছে তোমার মত।