সময় আঁকে বর্ষাতি গল্প, কদমের কেশে
ভিজে ভিজে নুইয়ে পড়ে
ভালোবাসা, পুকুরের জলে।


এক এক করে ভাসিয়ে দেয়া
কাগজের নৌকা,
পালতুলে পাড়ি জমায় তোমার খোঁজে।
গৌড়াঙ্গ ঘাটে, নোঙর ফেলে
পেটভর্তি করে নেয় বেসাতি রঙে
তুমি আসবে বলে,


সারি সারি ঝুড়ি টেপা পুতুলে
এক ঝাক কাঁচের চুড়ি
লাল ভিজে যাওয়া নীলে,
নীলেরা গল্প বলে
সুখী মানুষের গল্প,
সুখের আদলে।