ঘুম ভাঙ্গে দুঃস্বপ্নের ডাকে,
ঘুমের ঘোরে হাতরে দেখি নেই তুমি,
নেই তুমি শিয়রে,
নিয়মের বেড়াজালে,
আমি খুঁজেছি তোমাকে
সাগরের নীলে, মেঘের তুলোয় রঙ মিলিয়ে
হাজারো প্রাপ্তির ভীড়ে কী ভীষন
অপ্রাপ্তি হয়ে তুমি মিশে গেলে স্রোতে,
জীবনের বাঁধ অবলীলায় ভাঙ্গে
অবহেলায়, বিরুদ্ধ জলে সেতারা ভাসিয়ে
ছুটে আসে কে, দেখো, ছুটে আসে সে
মায়া মায়া আভা দুচোখ ভরে
জড়িয়ে নিয়েছে বুকের পাঁজরে।


পচন ধরা সব বিশ্বাস বিষাক্ত শ্বাসে
রুদ্ধ করে আমাদের চারকক্ষ,
বাতাসে বাতাসে হিংসা-জিগাংসা
প্রতীক্ষা বাড়ায় অব্যক্ত ভালোবাসা
শিয়রে রক্তগোলাপ, শেষ আশ্রয়।


আবারো যদি হারিয়ে ফেলো সব
হারিয়ে ফেলো অহংকারী যৌবন
যদি আবারো মনে ধরে পচন
তুমি এসো, ফিরে এসো সেই
ছনের জালে গড়া কুঁড়ে ঘরে
আমি গড়ে নেবো নতুন করে
বার বার, তোমার সোনালি শৈশব।