আমি শীতের শেষে
দূর থেকে ভেসে আসা
ফাল্গুনের কোকিলের ডাক,


আমি ঐ দূরের আকাশের
মেঘ্মালা বৈশাখী ঝরে
দূর দিগন্তে ছিটকে পরা,


আমি শ্রাবন দিনের
কাল মেঘের আকাশ ডাকা
দুটি মনের আনমনা,


আমি নবান্নের উৎসবের
কৃষকের ঘরের গোলা ভড়া ধান
মুখের মিস্টি হাসি,


আমি নদীর মাঝে
নৌকার মাঝির সেই
মন পোড়ানো গানের সূর।