প্রভূ নির্মল হে, মঙ্গল কর
মঙ্গল বাণী শুনায়ে,
তব পূণ্য পরশ নিয়ে যাক মোর
মনের কালিমা মুছায়ে।
আজি ধন্য কর হে, ওহে দয়াময়
পরশ পাথর বুলায়ে,
আশ্রয় দাও তোমার ছায়ায়
নিঃস্ব আমি সর্ব হারায়ে।
লক্ষ বাসনা লক্ষ কামনা
তেয়াগি তোমারই তরে
প্রভূ, আমি হাজির আসিয়া
তব করুণার আশে।
আছ আগুন শিখাতে জলের ধারাতে
জন কোলাহল, বিজন বনের ছায়াতে,
আছ পাখির কলতান, শশী তারা
রবির কিরনে মিশায়ে।
তব চরনে লুটায়ে
ডাকিব তোমারে প্রভূ,
আমি আঁধার চিনি না আলোও দেখি না
চিনায়ে দাও, দাও তুমি দেখায়ে।
বিপদের দিনে তুমি প্রভূ
পথ দাও চিনায়ে ,
তুমি নির্মল হে, মঙ্গল কর
মঙ্গল বাণী শুনায়ে।।